Last Updated: Monday, September 16, 2013, 20:42
শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে যতই নিন্দা হোক ইন্দ্র কুমারের অ্যাডাল্ট কমেডি সিনেমা `গ্র্যান্ডমস্তি` কিন্তু হইহই করে চলছে। মাত্র তিন দিনেই ৪০ কোটি টাকার ব্যবসা করে বছরের অন্যতম সেরা হিট হতে চলেছে বিবেক ওবেরয়, আফতাব, রীতেশ দেশমুখ অভিনীত এই সিনেমা।